অবশেষে ১৩ দিন পর নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের চান্দগাঁও আবাসিক এলাকামুখী র্যামটি খুলে দেয়া হয়েছে। গতকাল রোববার ওই অংশে হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে র্যাম্পের মুখে স্টিলের ব্যারিয়ার বসানো হয়। র্যাম্পে ভারী যানবাহন তথা ৮ ফুট বেশি উচ্চতার গাড়ি চলাচল করতে পারবে না। শুধু হালকা এবং মাঝারি ওজনের যানবাহন চলাচল করতে পারবে। সিটি কর্পোরেশন এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের দুটি বিশেষজ্ঞ টিম দুই দফা পরিদর্শন শেষে ফ্লাইওভারের র্যাম্পে ফাটল পাওয়া যায়নি বলে জানান। এরপরও সেখানে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়। গত ২৫ অক্টোবর ফ্লাইওভারের র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দেয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন