শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

গোলশূন্য ম্যাচে জোড়া লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির মধ্যকার রানার্স আপ শিরোপা লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। ঘটনাবহুল গুরুত্বপূর্ণ এ ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এ ড্রয়ের ফলে উভয় দলের এখন অপেক্ষা করতে হবে আগামী ৯ নভেম্বর সিটি কর্পোরেশন একাদশ ও কাস্টমস স্পোর্টস ক্লাবের মধ্যকার ম্যাচটির উপর। এ দুটি দলের স্বপ্ন ছিল রানার্স আপ হওয়া। উভয় দলের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। কোয়ালিটি ৮ খেলায় ১৫ পয়েন্ট এবং চট্টগ্রাম বন্দর সমসংখ্যক খেলা শেষে ছিল ১৪ পয়েন্ট। যদি সেই ম্যাচটি সিটি কর্পোরেশন জয়ী হয়ে যায় তাহালে রানার্স আপের শিরোপা তাদের ঘরে শোভা পাবে। ইতিমধ্যে তাদের সংগৃহিত পয়েন্ট হচ্ছে ৮ খেলা শেষে ১৪। গতকালের ম্যাচটিতে কোয়ালিটির কবির দু’টি হলুদ কার্ড পেয়ে লাল কার্ডে পরিণত হলে তাকে মাঠ ছাড়তে হয়। অপরদিকে চট্টগ্রাম বন্দরের সজীব প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে হাতাহাতিতে লিপ্ত হলে রেফরি সরাসরি তাকে লালকার্ড দিয়ে মাঠ থেকে বহিস্কার করে। শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমন করে খেলে ম্যাচটি প্রাণবন্ত করেও রেখেছিল। উভয় দল গোলের সুযোগও পেয়েছিল। কিন্তু এ সুযোগগুলো কেউ কাজে লাগাতে না পারলেও খেলার শেষের দিকে খেলোয়াড়রা ফাউল করে খেলায় মেতে উঠে। এতে খেলার সৌন্দর্য্য হয়ে যায় মøান। খেলা শেষে কোয়ালিটির গোলরক্ষকসহ কয়েকজন খেলোয়াড় একযোগে রেফরির দিকে তেরে গিয়ে তাকে লাঞ্চিত করে। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন