শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরু মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের খেলা। দেশের বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে নক আউট ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। সোমবার মিনিষ্টার এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ রাসেল স্পোর্টস একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, সহ-সভাপতি হাবিব শেখ ও সাধারণ সম্পাদক শামীম কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। আহমেদ আসিফুল হাসান বলেন, ‘ফুটবলের পাশাপাশি আমরা অন্য ডিসিপ্লিনের খেলাও আয়োজন করতে চাই। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।’

টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ নভেম্বর বিকাল ৪ টায় পল্টন ময়দানে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দিবেন জাতীয় সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক মুজিবুর রহমান চৌধুরি নিক্সন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন