শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ। পরে জিপিও মোড়ে অবস্থান করেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এসময় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশরেফা মিশু, মোজাফফর আহমদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন