বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আগুনে পুড়ে শ্রেণিকক্ষেই মারা গেল ২৬ শিশু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১০:১৪ এএম

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।

জানা যায়, পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিদবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।


নাইজারের মারাদি শহরের মেয়র চাইবু আববকর জানিয়েছেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে পুড়ে ২৬ শিশু শিক্ষার্থী মারা গেছে এবং আরও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’

এএফপি বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি নাইজার। অতিদরিদ্র দেশ হওয়ার কারণে সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। ফলে পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকার কাঠ ও খড় দিয়ে ঘর তৈরি করে আপাতত শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করছে।

নাইজারজুড়ে এমন শ্রেণিকক্ষের সংখ্যা হাজার হাজার। এমনকি শ্রেণিকক্ষের অভাবে দেশটির বহু শিক্ষার্থী খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে থাকে।

বার্তাসংস্থাটি বলছে, নাইজারজুড়ে কাঠ ও খড়ের তৈরি এমন শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনা খুবই সাধারণ। তবে সেসব আগুনে হতাহতের সংখ্যা খুবই বিরল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
A.R. Salman ৯ নভেম্বর, ২০২১, ১১:২৯ এএম says : 0
এমন ভাবে খবর ছাপানো হয়েছে মনে হয়েছিলো বাংলাদেশের ঘটনা, ঘটনাটা নাইজারের রাজধানীর এটা হেডলাইনে উল্লেখ করা উচিত ছিলো।
Total Reply(0)
নুরুল আমিন ৯ নভেম্বর, ২০২১, ১১:৩০ এএম says : 0
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
Total Reply(0)
Saiful Islam Akash ৯ নভেম্বর, ২০২১, ১১:৩১ এএম says : 0
আগুনে পোড়া মৃত্যু সব সময় ভয়ঙ্কর হয়। সবার জন্য দোয়া রইল
Total Reply(0)
সেলিম আহমদ কাওছার ৯ নভেম্বর, ২০২১, ১১:৩২ এএম says : 0
আহ্ হৃদয় বিদারক ঘটনা
Total Reply(0)
হাসান সোহাগ ৯ নভেম্বর, ২০২১, ১১:৩৩ এএম says : 0
এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে সেই প্রার্থনা করছি
Total Reply(0)
Hossain Mohammad Arshad Mia ৯ নভেম্বর, ২০২১, ১০:০৬ পিএম says : 0
নিউজ টা পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেল আল্লাহ সবাই কে মাফ করে দিন জান্নাতুল ফেরদৌস নসীব করুন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন