শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডুমুরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা

আহত ৯ আটক ৯

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত মেম্বরসহ ৯ জন আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল দিনব্যাপী সাহস ও শোভনা ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন সকালে সাহস এতিমখানার সামনে বিজয়ী মেম্বর সিরাজ সরদারের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে বের হন। এসময়ে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের অতর্কিত হামলা চালায়। ডুমুরিয়া থানার ওসি ওবাইদুর রহমান বলেন, সাহস ইউনিয়নে হামলার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন