রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় আলোচিত শিশু তানিশা হত্যায় সৎ মায়ের মৃত্যুদন্ড ‌

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১:০৭ পিএম

খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আলোচিত শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জ‌রিমানা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ নভেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সূত্র জানায়, তানিশা আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো: খাজা শেখের কন্যা। বান্দরবন পোষ্টিং ছিল তার। আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর খাজা ২০২০ সালের ২৯ জানুয়ারি ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর মোবাইলে আসক্ত ছিল সে। বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করে। তানিশা মুক্তার সাথে একই বিছানায় ঘুমাতো।
এ বছরের ২ এপ্রিল ম্যাসেঞ্জারে ফারাবি প্রসেনজিত নামে এক ব্যক্তির সাথে বন্ধুত্ব ও কথা বলার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যার পরিকল্পনা আসে তার মাথায়। ৫ এপ্রিল রাত নয়টার দিকে হত্যার উদ্দেশ্যে দা সংগ্রহ করে, দরজা বন্ধ করে ঘুমন্ত তানিশার ওপর আক্রমণ করে। দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করতে থাকে। ধস্তাধস্তির শব্দ শুনে তানিশার দাদী দরজা খুলতে বললে মুক্তা দরজা খোলেনি। পরবর্তীতে তানিশার চাচা রাজু শেখ বাড়ি এসে দরজা খুলতে বললে মুক্তা বাইরে বের হয়। ঘরে ঢুকে তানিশার নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানিশার দাদা মো: আবুল বাশার শেখ এ ঘটনায় তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন, যার নং ৩। এ বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষ্য দিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Anis Rahman ১৫ নভেম্বর, ২০২১, ৪:২০ পিএম says : 0
কি লাভ হইল বলেন। দুনিয়াও শেষ, আর আখেরাতে কি হয় আল্লাহ মালুম।
Total Reply(0)
মোহাম্মদ ফজলুল হক ১৫ নভেম্বর, ২০২১, ৪:২০ পিএম says : 0
কার্যকর করা হোক, কার্যকরের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হোক এতে অন্যরা শিক্ষা পাবে।
Total Reply(0)
Md. Selim Reza ১৫ নভেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
মা জাতি কে কলঙ্কিত করেছে এই মহিলা। দ্রুত রায় কার্যকর করা হোক।
Total Reply(0)
Md Ansar Uddin ১৫ নভেম্বর, ২০২১, ৪:২১ পিএম says : 0
চেহারা সুন্দর হওয়ার চেয়ে অন্তর সুন্দর হওয়া উচিত
Total Reply(0)
Md Shahjalal Molla ১৫ নভেম্বর, ২০২১, ৪:২২ পিএম says : 0
দেখতে মানুষের মত হলেও আস্তা একটা পশু
Total Reply(0)
ফেরদৌস আহমেদ ১৫ নভেম্বর, ২০২১, ৪:২২ পিএম says : 0
অবিলম্বে রায় কার্যকর করে বিচার বিভাগের দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ,যেনো ভবিষ্যৎে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার আগে হৃদয় কেপে উঠে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন