শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ভারতকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ শুরু করেছে রাশিয়া। রোববার রুশ সামরিক সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে শুগায়েভ বলেছেন, ‘প্রথম চালান পাঠানো ইতোমধ্যে শুরু হয়েছে।’ এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম ইউনিট চলতি বছরের শেষ নাগাদ পাঠানো শেষ হবে বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ৫৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটির পাঁচটি ইউনিট পাবে ভারত। চীনের হুমকি মোকাবিলায় এই প্রতিরক্ষাব্যবস্থাটি প্রয়োজন বলে জানিয়েছিল নয়াদিল্লি। তবে আশঙ্কা করা হচ্ছে, ২০১৭ সালের মার্কিন আইন অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে এই সমরাস্ত্র কেনার ফলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে নয়াদিল্লি। কারণ ২০১৭ সালে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে। অবশ্য ভারত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক রয়েছে। সেই সুবাদে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়বে না বলে আশা করছে। ইন্টারফ্যাক্সকে শুগায়েভ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন