রাশিয়ার কাছ থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা এস-৪০০ এর প্রথম চালান আগামী সপ্তাহে তুরস্কে পৌঁছাবে। তুর্কি সংবাদমাধ্যম হেবারতার্কের এক প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হেবারতার্ক বলছে, রোববার রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটি থেকে এস-৪০০ এর প্রথম চালান তুরস্কের উদ্দেশে রওনা দেবে। ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা মোতায়েন দেখভাল করতে রুশ কর্মকর্তাদের একটি দলও সোমবার তুরস্কে পৌঁছাবে, জানিয়েছে তারা। এসব তথ্যের কোনো সূত্র দেয়নি হেবারতার্ক। মস্কো কিংবা আঙ্কারাও এ বিষয়ে মুখ খোলেনি। এস-৪০০ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এখন তুঙ্গে। রুশ এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার চালান তুরস্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিত্র নেটো দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে, তুরস্কের কেনা রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নেটোর প্রতিরক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিলে আঙ্কারার কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করা হবে না বলেও সতর্ক করেছিল তারা। ওয়াশিংটন এরই মধ্যে তুরস্কে লকহিড মার্টিনের বানানো এফ-৩৫ সরবরাহ বন্ধে প্রক্রিয়াও শুরু করেছে, জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের চাপ সত্তে¡ও গত কয়েক বছর ধরেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান রুশ এস-৪০০ কেনার সিদ্ধান্তে অটল। সা¤প্রতিক বছরগুলোতে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার চাহিদা বিশ্বজুড়েই প্রবল। গত বছর ভøাদিমির পুতিনের ভারত সফরের সময় নয়া দিল্লিও এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা কেনায় আগ্রহ দেখিয়েছিল। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন