শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুই পাচারকারী আটক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ টি (১ কেজি ৪০০ গ্রাম) সোনার বারসহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল বিকেলে পুটখালীর মসজিদ বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী গ্রাম পুটখালী মসজিদ বাড়ি এলাকা থেকে মোটরসাইকেল সহ মো. লিটন মিয়া (২৮) ও মোঃ শাহজাহান মন্ডলকে (৩২) আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৯০,৪০,৭৭৮.৪৯ টাকা বলে বিজিবি জানায়। আটককৃত উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালি গ্রামে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন