শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় শুক্রবার রাতে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে। এ সময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ১৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলোÑ মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মজনু শেখ (৫০) ও একই গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে সায়েদুল মোল্লা (৩২)। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, হরিণের মাংস পাচারের খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে রাত ৯টার দিকে যৌথ অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে আটক করা হয়। ওই রাতেই দুই ব্যক্তিকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার সকালে মাংসসহ আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন