শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কুকুরের জন্য ফোন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মোবাইল ফোন শুধু মানুষই ব্যবহার করবে, তা কি হয়! এখন থেকে কুকুরও ব্যবহার করতে পারবে ফোন। বাসায় একা থাকলে কুকুর যেন মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন তেমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ‘ডগফোন’ নামের ওই যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে প্রভুভক্ত এই প্রাণীটি।
স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর। তবে কল ধরবেন নাকি কেটে দেবেন সেটা মানুষের ওপর নির্ভর করবে। মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে। গøাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে। তিনি বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুর তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ডগফোন নির্মাতা দল জানায়, লকডাউনের কারণে মানুষের সান্নিধ্য পেয়ে অভ্যস্ত হয়ে ওঠেছে পোষা কুকুর। এই যন্ত্রটি তাদের একাকীত্ব দূর করতে সাহায্য করবে। সূত্র : সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন