শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবহাওয়াকেই প্রতিপক্ষ মনে করছেন কুক

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : দ্বিতীয় কন্যাসন্তানের মুখ দর্শন করে যখন লন্ডন থেকে উড়াল দিয়েছেন, তখন লন্ডনের তাপমাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে এসে সেই তাপমাত্র তিনগুণেরও বেশি! গতকাল সর্বোচ্চ ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা সেখানে ৭৪ শতাংশ। এই ভ্যাপসা গরমে রীতিমতো কাহিল ইংল্যান্ড দল। ওয়ানডেতে ডে-নাইট ম্যাচ ছিল বলে ফ্লাড লাইটের আলোয় খেলতে খুব একটা প্রতিবন্ধকতায় পড়তে হয়নি ইংল্যান্ড দলকে। তবে প্রচ- রোদে টেস্টে টানা পাঁচ দিন কিভাবে কাটবে তাদের, সেটাই বড় দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড অধিনায়কেরÑ‘এই কন্ডিশন আমাদের জন্য স্বাভাবিক নয়। হোম এডভানটেজ এবং হোম কন্ডিশনে খেলা বড় একটা ব্যাপার। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে। অপরদিকে আমাদের খেলতে হবে ভিন্ন পরিবেশে। এখানকার রোদের ঝাঁঝালো তাপের সঙ্গে মানিয়ে নিয়েই পাঁচ দিন খেলতে হবে। যে ক’দিন আমরা এখানে সফর করছি, প্রস্তুতি নিচ্ছি, প্রথম তিন দিন অনেক ক্রিকেটারের জন্য তা যথেষ্ট মনে হয়নি। তাই চিন্তা-ভাবনা করে প্রস্তুত হয়ে পা ফেলতে হবে।’
ইংল্যান্ড ক্রিকেট দলকে এমন অনভ্যস্ত পরিস্থিতির মধ্যে ফেলেই সুবিধা নিতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমÑ‘আবহাওয়া অবশ্যই অনেক বড় প্রভাব ফেলবে। টানা পাঁচ দিন মনোযোগ ধরে রেখে ধারাবাহিকভাবে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের চেয়ে ওদের (ইংল্যান্ড) জন্য আরও কঠিন হবে। যেহেতু ওরা এই ধরনের আবহাওয়ায় অভ্যস্ত নয়। অবশ্য ওরা এখানে প্রায় ২০ দিন ধরে আছে। আমরা চেষ্টা করব এখান থেকে যতটুকু সুবিধা আদায় করে নেয়া যায়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন