শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ১০ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ১১ কোটি ৩৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৫১ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬০ কোটি ২৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৫৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৮৫টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ন্যাশনাল ব্যাংক, ডোরিন পাওয়ার, গ্রামীণ ফোন, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, সামিট পাওয়ার, বিডি থাই, স্কয়ার ফার্মা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং মবিল যমুনা।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩১ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫১ লাখ টাকার বেশি। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, প্রিমিয়ার ব্যাংক, ডোরিন পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এবং সিভিও পেট্রো কেমিক্যাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন