অস্ত্র মামলার দু’টি পৃথক ধারায় দু’জনকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডিত দু’জনের মধ্যে একজন পলাতক রয়েছে। আজ রোববার (২১ নভেম্বর) বিকালে খুলনা ২ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, তেরখাদা উপজেলার আনন্দ নগর গ্রামের মৃত আবুল বাসার মোল্লার ছেলে আক্তারুজ্জামান মোল্লা ওরফে হায়দার (পলাতক) ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে মশিউর রহমান ওরফে পলাশ।
এপিপি এম ইলিয়াস খান জানান, ২০১৮ সালের ৯ আগস্ট খুলনা জেলা গোয়েন্দা শাখার একটি টিম তেরখাদার আনন্দ নগর গ্রামের কাটাখাল গোড়া নামক স্থানে জনৈক শওকাতের চায়ের দোকানের পাশে থেকে আক্তারুজ্জামান হায়দার ও পলাশকে আটক করে। এ সময় হায়দারের কাছ থেকে কার্তুজসহ একটি শাটার গান ও পলাশের কাছ থেকে কার্তুজসহ আরো একটি শাটার গান উদ্ধার করে। জেলা গোয়েন্দা শাখার এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে তেরখাদা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৮ নভেম্বর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান তাদের দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন