শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

আর্ত পৃথিবী

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফাতিমা আলী

একমাত্র আত্মজার কাফনের মতো এক হিমশীতল আতঙ্ক চেপে ধরেছে কণ্ঠদেশ,
কলম হারিয়েছে স্বাধীনতা। কোলরিজ-কীটস বিস্মিত-বিমূঢ়! সাংশয়িক ও বিশ্বাসীরা
গোলটেবিল আলোকিত করেন সুরার ঔর্বে। সংহতি ও তিরস্কার একত্রিত পাথর ও
পানির প্রায়; নেমেসিস ও জুপিটারের বংশধরেরা মারণাস্ত্রের অসীম ক্ষমতায় উ™£ান্ত
নীরব দূরভিসন্ধী তৈরি করেছে কৃত্রিম দুর্ভিক্ষ। রাজা ও দাসদের প্রেমাসক্তি যেন শঙ্খ
বিষ। পরাজিত বিধর্মীদের পরিণতি দাসত্ব। এক নতুন দাসপ্রথার দ্বারপ্রান্তে গর্বিত
সভ্যতা। আজকের বাদশাহ হারুন-অর-রশিদ বিক্রি হয়ে গেছেন অগাস্টাসের কাছে।
এখন পৃথিবী- - -

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন