শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেমিতে ফুটবল একাডেমী দিড়াই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

দেশের তৃণমূল ফুটবলের বৃহৎ আসর বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুনামগঞ্জের ফুটবল একাডেমী দিড়াই। বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনার রহিম নগর ফুটবল একাডেমিকে ২-০ ব্যবধানে হারানোর পরের ম্যাচেও তারা জয় তুলে নেয়। গতকাল দুপুরে পল্টন ময়দানে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফুটবল একাডেমি দিড়াই ১-০ গোলে কুড়িগ্রামের ফুলবাড়ী ফুটবল ফাইটার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যাচসেরার পুরস্কার পান আকাশ। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহের মো. আব্দুল হালিম ফুটবল একাডেমি ২-০ ব্যবধানে হারায় পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমিকে। জয়ী দলের আতিক হাসান একাই দুই গোল করে ম্যাচসেরা হন।

বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবলে এবার অংশ নিচ্ছে ১২টি দল। দশ দিন ব্যাপী টুর্নামেন্টের খেলা শেষ হবে আগামী ৩ ডিসেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন