হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ প্রদানের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিলটি মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু হয়ে ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি গিয়ে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় মিছিলে কাফরুল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন