মাগুরা জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ সহ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী আটকের প্রতিবাদে ২৩ই মে সোমবার রাত ১১ টার দিকে শহরের ভায়না মোড়ের বিএনপির দলীয় কার্যলয় থেকে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহাফুজ হাসান এবং সরকারি হোঃশঃসোঃ কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু সুলতানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে
ছাত্র দলের নেতা কর্মীরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
তারা আরো জানান, দাবি মানা না হলে অচিরেই জেলায় কঠোর আন্দলোনের ঘোষনা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন