পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা সংলগড়ব ৩টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার ভোর রাত প্রায় ৩টা ৩০ মিনিটের দিকে এক ভয়াবহ অগিড়বকান্ডের ঘটনা ঘটে। উক্ত অগিড়বকাণ্ডে ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা বলে
দাবি করেন ক্ষতিগ্রস্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে ফার্মেসি, চা, মুদী-মনোহরী ও কসমেটিক্সের দোকানে আগুনের লেলিহান দেখে ডাকচিৎকার শুরু করলে স্থানীয় জনগণ ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। দোকানের মালিক আবুল হোসেন শিকদার, আবদুর রব শিকদার ও মনির হোসেন বলেন, আমাদের দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় আমরা এখন ঋণের বোঝা নিয়ে অসহায় হয়ে পড়েছি। উল্লেখ্য গত এক সপ্তাহ আগে উপজেলার মুরাদিয়া দিয়ে বাজারে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও উপজেলায় গত এক বছরে আরো ৮/১০টি অগিড়বকাণ্ডের ঘটনা ঘটে। কিন্ত এসব ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের দাবি বৈদ্যুতিক ত্রুটির কারণে এসব অগিড়বকাণ্ডের ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন