কক্সবাজারের চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি মারা গেছে হাতির আক্রমণে। হাতি হত্যার ২ সপ্তাহের মাথায়, হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামসুল আলমের ছেলে জানে আলম। তিনি গত ১৩ তারিখে চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় হাতি হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। সম্প্রতি জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে ১৫ বছর বয়সী এক পুরুষ হাতিকে হত্যা করা হয়। ময়নাতদন্তে ওই হাতিটি বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যার দিকে জানে আলম জঙ্গল হারবাংয়ের ওই এলাকায় গেলে হাতির পাল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই জানে আলম মারা যান। জানা গেছে, বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতি স্বল্প সময়ে তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। সে অনুযায়ী স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধও নিতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন