শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হার দিয়েই শুরু হলো বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশীপের মিশন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৫১ এএম

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন আসরে মিশন শুরু করে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশের এ মিশনটি শুরু হল হার দিয়ে। 
 
ম্যাচটিতে প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিল বাংলাদেশ। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। এতে করে বাংলাদেশ ৪৪ রানের লিড পেয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে আউট হয়ে যায় মুমিনুল বাহিনী। ফলে পাকিস্তানের সামনে মাত্র ২০২ রানের টার্গেট দাঁড় হয়। এই রান মাত্র ২ উইকেট হারিয়ে পার করে ফেলে বাবর আজমের দল। 
 
২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিন ১০৯ রান করে পাকিস্তান কোন উইকেট না হারিয়ে। 
 
তবে আজ প্রথম উইকেট হিসেবে দলীয় ১৫১ রানের সময় আব্দুল্লাহ শফিক মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হন। আউট হওয়ার আগে করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭২ রান। নিজের অভিষেক ম্যাচটির প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৫২ রান। এরপর আরেক ওপেনার আবিদ আলী।  দলীয় ১৭১ ও ব্যক্তিগত ৯১ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ আউট হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবিদ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন