দেশের বিভিন্ন জেলা থেকে আগত খুদে ফুটবলারদের পদচারণায় বুধবার মুখরিত ছিল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকাদের (অনূর্ধ্ব-১৭) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন এখানেই হয়েছে। ফলে খুদে ফুটবলারদের মিলনমেলায় রুপ নিয়েছিল স্টেডিয়ামটি। টুর্নামেন্টে খেলছে আট বিভাগের বালক এবং বালিকা দল। উদ্বোধনী দিন বালক বিভাগের খেলায় বরিশালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা বিভাগ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। এর আগে বুধবার বিকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।
গত ২৯ মার্চ টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বালক ও বালিকা বিভাগে এ বছরের খেলা। উপজেলা পর্যায়ে বালক বিভাগে অংশ নেয় দেশের ৪৫৭১ টি ইউনিয়ন এবং ২৫৭ পৌরসভাসহ ৪৮২৮টি দলের মোট ৮৬৯০৪ জন খেলোয়াড়। জাতীয় পর্যায়ে উদ্বোধনী ও সমাপণী খেলা কমলাপুর স্টেডিয়াম হলেও বাকি খেলাগুলো হবে মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন