শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিরপুর আলো স্বল্পতা, শুধু স্পিনাররা বল করলে খেলা চলবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৩:১৪ পিএম

মিরপুরের আকাশে মুখ গোমড়া করে আছে বৃষ্টি। সাধারণ দিনের চেয়ে আলো কম এখন মিরপুরে। ফলে এখন খেলা বন্ধ আছে এখন।
 
তবে আম্পায়ারদের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু আলোর স্বল্পতা আছে তাই যদি দিনের বাকি সময়টা বাংলাদেশের শুধু স্পিনাররা বল করে তাহলে খেলা চালানো যাবে। তবে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, তিনি পেস বোলারদেরও বল করাতে চান। কিন্তু পাকিস্তান দল জানিয়েছে এমন আলোতে পেসারদের খেলা তাদের জন্য নিরাপদ মনে হচ্ছে না। আর তাই এখন মিরপুরে খেলা বন্ধ আছে। যদি আলোর উন্নতি হয় তাহলে আবার মাঠে খেলা হবে। তাছাড়া মুমিনুল শুধু স্পিনারদের দিয়ে বল করাতে চাইলেও সম্ভব হতে পারে! 
 
খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে। অধিনায়ক বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন। এর আগে ২৫ রানে আব্দুল্লাহ শফিক ও ৩৯ রানে আবিদ আলীকে বোল্ড আউট করেন স্পিনার তাইজুল ইসলাম।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন