শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোংলা উপকূল জুড়ে বৈরী আবহাওয়া, বন্দরে পণ্য খালাস বিঘ্নিত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ৪:৫৬ পিএম

মোংলা বন্দরসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বন্দরে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। গত দুইদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে আজ রোববার বিকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দুর্যোগপুর্ণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে পশুর নদীতে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন জানান, মোংলা সমুদ্র বন্দরে খাদ্যবাহীসহ ১০টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। আমরা ঘুর্ণিঝড় প্রচন্ডতা এবং আবহাওয়া খবরা খবর পর্যবেক্ষন করছি। বৃষ্টির কারণে খাদ্যবাহী জাহাজের পণ্য খালাসের কিছুটা বিঘ্ন হলেও বন্দরের অন্য সকল পণ্য খালাস-বোঝাই কার্যক্রম স্বাভাবিক আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন