মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিবেই সর্বনাশ, সাকিবেই স্বপ্ন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:২৯ পিএম, ২২ অক্টোবর, ২০১৬

ইংল্যান্ড : ২৯৩ ও ২২৮/৮ (৭৬.০ ওভারে)
বাংলাদেশ ১ম ইনিংস : ২৪৮/১০ (৮৬.০ ওভারে)
(তৃতীয় দিন শেষে)
শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্টের প্রথম ২ দিনের প্রথম সেশনে ছড়ি ঘুরিয়েছে বোলাররা, এই দুই ঘন্টায় উইকেট পড়েছে ওই ২ দিন ৩ ও ৫টি। প্রথম দু’দিনে উইকেট থেকে এডভানটেজ নেয়ার সাক্ষী সাকিব নিজেও! দ্বিতীয় দিনের প্রথম বলে টিমমেট তাইজুলের বলে অনোন্যপায় হয়ে ওকসের উইকেট দিয়ে আসার সে দৃষ্টান্তে এক গাল হেসেছেন সাকিব। অথচ, সেই সাকিবই তৃতীয় দিনে ইংল্যান্ড ফিল্ডারদের হাসির পাত্র! যাকে ঘিরে লিডের স্বপ্ন আবর্তিত, সেই সাকিবই কিনা তৃতীয় দিনের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে অপরিণামদর্শী শটে প্রলুব্ধ হয়ে বড় ধরনের বিপদ ডেকে আনলেন। দ্বিতীয় দিনের লড়াইয়ে লিডের সম্ভাবনা দেখেছে বাংলাদেশ, সেই সম্ভাবনার অপমৃত্যু আনলেন ডেকে সাকিব। দিনের শুরুতে সর্বনাশা আউট, এক দমকা হাওয়ায় শেষ ৫ উইকেট উড়ে গেল মাত্র ৬৬ মিনিটে, যোগ হলো সর্বসাকুল্যে ২৭ রান। লিডের আশা ছেড়ে দেয়া ইংল্যান্ড পেল প্রথম ইনিংসে অবিশ্বাস্য লিড! এগিয়ে এখন সফরকারী দল ২৭৩ রানে। তারপরও তৃতীয় দিন শেষে চালকের আসনে পুরোপুরি আসীন হতে পারেনি ইংল্যান্ড। দিনের শুরুতে যে সাকিব খলনায়ক, দিন শেষে সেই সাকিবই ম্যাচের আশা রেখেছেন বাঁচিয়ে। অনুশোচনার যন্ত্রণায় দগ্ধ সাকিব দুর্দান্ত ২টি স্পেলে (২০-০-৪০-৩ ও ১০-১-৩৯-২) ১৫তম বার ইনিংসে ৫ উইকেট শিকারে, প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে দেড়শ’ উইকেট ক্লাবের সদস্য প্রাপ্তির দিনে ম্যাচে এনেছেন ফিরিয়ে বাংলাদেশকে। দিনটিতে ৫ ঘণ্টায় ইংল্যান্ডের ৮ ব্যাটসম্যান ফিরিয়ে দিয়ে নাটকীয় কিছু’র আবহ এখন অপেক্ষা করছে চট্টগ্রামে। টেস্টে চতুর্থ ইনিংসে ২১৫’র বেশি টার্গেট তাড়া করে জয়ের অতীত নেই বাংলাদেশ দলের, চতুর্থ ইনিংসের অসম্ভব টার্গেটের পেছনে ছুটে নতুন ইতিহাস রচনা করতে পারবে কী বাংলাদেশ? এমন কঠিন পরীক্ষার মুখে এখন বাংলাদেশ দল।
প্রথম দিন থেকেই উইকেটে ধরেছে স্পিন, ঘুরছে বল। সময় গড়াচ্ছে যতটা, ততই ভয়ংকর হয়ে উঠছে বোলাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে সর্বনি¤œ স্কোরের লজ্জা দেয়ার ম্যাচে প্রথম দিন পড়েছে ৭ উইকেট, দ্বিতীয় দিনে উইকেট সংখ্যা সেখানে ৮। তৃতীয় দিনে উইকেট পড়েছে সেখানে ১৩টি! এমন উইকেট দিনের প্রথম এবং শেষ ঘণ্টা যতটা ভয়ংকর রূপ ছড়াচ্ছে, লাঞ্চের পরের সেশনটা তার উল্টো চিত্রই দেখেছে এই তিনদিন। স্কোর কার্ডে ৬২ উঠতে ৫ ব্যাটসম্যান হারিয়ে দিশেহারা ইংল্যান্ড ম্যাচে ফিরেছে ৬ষ্ঠ জুটির ১২৭ রানের কল্যাণে। স্পিন ফ্রেন্ডলী উইকেটে ব্যতিক্রম ইংল্যান্ড পেস বোলার বেন স্টোকস দারুণ একটি স্পেলে (৬-২-৯-৩) গতকাল বাংলাদেশকে করেছেন ছিন্ন-ভিন্ন। সেই বেন স্টোকসই গতকাল ব্যাটিংয়ে বাংলাদেশ দলের সামনে হয়ে দাঁড়িয়েছেন পাহাড় (৮৫ রান)। নেতৃত্ব দিয়েছেন ১২৭ রানের ওই পার্টনারশিপে। দিনটিতে অপরাজেয় থাকতে পারেননি, সাকিবকে সুইপ করতে গিয়ে ফিরেছেন এলবিডাব্লুতে। তবে উইকেটে কঠিন হয়ে দাঁড়ানো ৬ষ্ঠ জুটি ভেঙে দিয়েছেন অভিষিক্ত পেস বোলার কামরুল ইসলাম রাব্বী। প্রথম ইনিংসে ওভারপ্রতি উইকেটহীন ৫ রান খরচায় দ্বিতীয় ইনিংসে ব্রাত্য এই পেসার বেয়ারস্টকে ( ৪৭) প্লেড অনে দিয়েছেন ফিরিয়ে। দ্বিতীয় দিনে যেখানে ৭ ওভার খেলা হয়েছে ফ্লাড লাইটের আলোয়, সেখানে তৃতীয় দিন ফ্লাড লাইটের আলোয় হয়েছে খেলা ১২ ওভার। এই পর্বে ইংল্যান্ডের দু’ব্যাটসম্যানকে ফিরিয়েছে বাংলাদেশ বোলাররা। ম্যাচের আশা বাঁচিয়ে রাখা বাংলাদেশ আজ টার্নিং পিচে ইংল্যান্ডের শেষ ২টি উইকেট কত দ্রুত ফেলে দিতে পারে এবং চতুর্থ ইনিংসের পরীক্ষা কতটা দিতে পারেÑ আসল টেস্টের সে পরীক্ষার মুখে এখন বাংলাদেশ। তবে হয়ে যাওয়া তিনদিনের খেলায় প্রথম ২ দিনের রিভিউ আপিলে বার বার হেরে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনে রিভিউ আপিলে হেসেছে! ৭টি রিভিউ আপিলের ৪টি থেকে ২টিতে সফল বাংলাদেশ! যেভাবে রিভিউ আপিল হচ্ছেÑতাতে চট্টগ্রাম টেস্টের আর এক নাম রিভিউ টেস্ট না হয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন