মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রাণ-ফ্রুটো স্কুল ভলিবল

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রাণ বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল শুরু হচ্ছে প্রাণ-ফ্রুটো ঢাকা মহানগরী স্কুল ভলিবল প্রতিযোগিতার খেলা। এ আসরে রাজধানী ঢাকার ২৯টি (বালক ও বালিকা) স্কুল দল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৭টি বালক ও ১২টি বালিকা স্কুল রয়েছে। তবে ছাত্রীদের পরীক্ষা থাকার কারণে এবারের আসরে অংশগ্রহণ করতে পারছে না ভিকারুন নিসা নুন স্কুল। কাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন ও বিক্রয় কর্মকর্তা আতিকুর রহমান এবং ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদ আশিকুর রহমান উপস্থিত থাকবেন। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন আশিকুর রহমান মিকু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ বেভারেজ লিমিটেডের কর্মকর্তা মোঃ তারেক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন