খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করতে চাইছে বিএনপি। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। বেগম খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছে। বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরী করছে। আজ বুধবার বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ (এমপি) এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়না। ক্ষমা না চাইলেতো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা হতে পারে। রাষ্ট্রপতির কাছে মাফ চাইলে দন্ড মওকুফ হলে তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন। দন্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। ডা: মুরাদ হাসান সম্পর্কে হানিফ বলেন, ডা: মুরাদ হাসান যা করেছে সে তা ছাত্রদল থেকে শিখে এসেছে। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ করতে পারেন না।
এসময় তিনি বলেন, বিএনপির মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তথ্য ও সম্প্রসার মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিং মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হচ্ছে সে যেসব অসংলগ্ন আচরণ করছে। অনৈতিক আচরণ করছে তা সে ছাত্রদল থেকেই শিখে এসেছে। বিএনপির নেতা তারেক রহমান বিভিন্ন সময় এমন আচরণ করেছে বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের কোন সৈনিক শেখ হাসিনার কোন কর্মী থেকে এমন আচরণ আসার কথা না।
ফেনী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি,আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন,দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বডুয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি,পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন