শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘বড়দিন বাড়িতেই করবেন পেলে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১:০১ এএম

আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে পেলেকে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, কোলনে টিউমারের চিকিৎসার কারণেই তাদের কাছে যেতে হয়েছে ব্রাজিলের ৮১ বছর বয়সী ফুটবল কিংবদন্তিকে। তবে পেলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছে তারা। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘পেলে স্থিতিশীল আছেন। আমাদের অনুমান অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।’
ব্রাজিলিয়ান কিংবদন্তি আসন্ন বড়দিন বাড়িতে পরিবারের সঙ্গে উদযাপন করবেন বলে আশা প্রকাশ করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। হাসপাতালে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, দুই-তিন দিনের মধ্যে বাড়ি ফিরবেন পেলে, ‘দুই বা তিন দিনের মধ্যে তিনি বড়দিন উপভোগ করতে বাড়িতে ফিরবেন। (তার হাসপাতালে ভর্তি হওয়া) কোনো আশ্চর্যের বিষয় নয়। চিকিৎসার অংশ হিসেবে বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল।’
গত সেপ্টেম্বরে কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচার করতে হয়েছিল তিনবারের বিশ্বকাপজয়ী পেলের। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পেলের কেমোথেরাপি লাগবে, এমনও জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবারের দেওয়া বিবৃতি অনুযায়ী, সে চিকিৎসাই চালিয়ে যেতে হচ্ছে পেলেকে। অবশ্য পেলের টিউমার কোন পর্যায়ের বা চিকিৎসার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি সে বিবৃতিতে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত বেশ কয়েকটি সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে। এর আগে করা অস্ত্রোপচারের কারণে অন্য কারও সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি। করোনাভাইরাস মহামারি আসার পর পেলে বিষন্ন হয়ে পড়েছেন, এমনই বলেছিলেন তার ছেলে। তবে পেলে পরে সেটি অস্বীকার করেছিলেন। সেপ্টেম্বরে অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিডিও প্রকাশ করে বলেছিলেন, তিনি প্রতিদিনই ভালো বোধ করছেন। তবে আবারও তাকে চক্কর কাটতে হলো হাসপাতালের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন