সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশ ও যুব গেমসে অর্থ ব্যয় কমানোর প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৭:৫২ পিএম

দেশের ক্রীড়া উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। শনিবার গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের অনুষ্ঠিত হয় এই এজিএম। সভায় বিগত বছরের আর্থিক বিষয়াদিও পাশ হয়। আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম এজিএমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উথাপন করেন। চার পাতার লিখিত বক্তব্যে তিনি দেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করেন। ঘরোয়া ক্রীড়াঙ্গনের সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সম্ভাবনা-সংকটও তুলে ধরেন। সেই সঙ্গে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ও যুব গেমসে প্রটোকল, জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় কমানো এবং খেলার পেছনে বেশি ব্যয় কাম্য। বিওএ’র যুব গেমস আয়োজনের প্রশংসা করেন তিনি। এই গেমস আয়োজনের পাশাপাশি বিওএর পক্ষ থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান মইনুল ইসলাম। আগামী তিনটি অলিম্পিকের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কোচ, মনোবিদ, চিকিৎসকসহ প্রয়োজনীয় সকল ব্যক্তিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে মাসিক সম্মানী দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। এছাড়া সাউথ এশিয়ান (এসএ), এশিয়ান ও কমনওয়েলথ সহ প্রতিটি আন্তর্জাতিক গেমসে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রস্তাব রাখেন তিনি। মইনুল ইসলামের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন