শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩ ম্যাচ পর জয়ে ফিরলো লেস্টার

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা লেস্টার সিটি এবার শুরু থেকেই ছন্দহীন। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগে তিন ম্যাচের জয়-খরা কাটিয়েছে ক্লাওদিও রানিয়েরির দল। আহমেদ মুসা, শিনজি ওকাজাকি ও ক্রিস্টিয়ান ফুকসের গোলে নিজেদের মাঠে গেলপরশু রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ ব্যবধানে হারায় লেস্টার। প্রতিপক্ষের মাঠে ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রিস্টাল। মার্টিন কেলির ক্রসে নেওয়া বেলজিয়ামের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেনটেকের হেড ক্রসবারে লাগে।
৪২তম মিনিটে আহমেদ মুসার গোলে এগিয়ে যায় গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার। ইসলাম ¯িøমানির কাছ থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। লেস্টারের হয়ে নাইজেরিয়ার এই উইঙ্গারের এটা প্রথম গোল। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শিনজি ওকাজাকি। বাঁ দিক থেকে করা ড্যানি ড্রিংকওয়াটারের ক্রস ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি ক্রিস্টালের এক খেলোয়াড়। ডি-বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে জালে পাঠান জাপানের ফরোয়ার্ড ওকাজাকি।
৮০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ক্রিস্টিয়ান ফুস। ২৫ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন অস্ট্রিয়ার এই ডিফেন্ডার। ৫ মিনিট পর ক্রিস্টালের হারের ব্যবধান কমানো গোলটি করেন ইয়োহান কাবায়ে। ৯ ম্যাচের চারটিতে হারা আর দুটিতে ড্র করা লেস্টারের পয়েন্ট হলো ১১।
দিনের প্রথম ম্যাচে বোর্নমাউথের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে টটেনহ্যাম হটস্পার। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। নিজেদের মাঠে মিডলসবরোর সঙ্গে গোলশূন্য ড্র করা আর্সেনালের পয়েন্ট ২০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন