রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজ জয়ের পথে পাকিস্তান

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে শক্ত অবস্থানে পাকিস্তান। গতকাল আবুধাবিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে ৩৪২। হাতে আরো ৯ উইকেট। প্রথম টেস্টের ত্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলী ৫২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। অপর প্রান্তে আসাদ শফিক (৫ অপ.)। অর্ধ শতক করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে শাই হোপের গøাভসবন্দি হন ওপেনার সামি আসলাম (৫০)। নিজেদের প্রথম ইনিংসে ইউনিস খানের সেঞ্চুরি ও মিসবাহ-সরফরাজ-আসাদ শফিকের তিন ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ৪৫২ রান করে পাকিস্তান। চার রানের জন্য শতক বঞ্চিত হন অধিনায়ক মিসবাহ উল হক। জবাবে ২২৪-এ থেমে যায় ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে ব্রাভো-স্যামুয়েলসের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন