উত্তর : দাঁড়ানো নামাজের একটি ফরজ কাজ। অসুস্থ ও অপারগ ব্যক্তি ছাড়া সোজা না হয়ে দাঁড়ালে নামাজ হয়ই না। গাড়ীতে বা বাসে যেহেতু দাঁড়ানো যায় না, অতএব সুস্থ ব্যক্তির নামাজ হবে না। অনেকে বলেন, অপারগ অবস্থায় সীটে বসেও নামাজ হয়ে যায়। তবে, এমতটি ঠিক নয়। ওয়াক্ত চলে যেতে থাকলে সীটে বসেও নামাজ সেরে নিতে অনেককে দেখা যায়। তবে, এ নামাজ পরে আবার পড়তে হয়। কারণ, একটি ফরজ আদায় না করে নামাজ হওয়ার তো কোনো ব্যবস্থা নেই। যারা ইশারায় সেজদা রুকু করা জায়েজ মনে করেন, তারা বসে নামাজ পড়াও জায়েজ বলে থাকেন। কিন্তু এটি কোনো মাসআলাতেই কভার করে না। অতএব, এভাবে পড়া নামাজ পরে কাযা করে নিতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন