শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পরিচয় মিলেছে নিহত পাঁচ শ্রমিকের

সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৭ এএম

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গত মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী। বগুড়া পরিবেশ অধিদফতরের পরিচালক সুফিয়া নাজিম জানান, কারখানাটিতে পরিবেশ অধিদফতরের লাইসেন্স ছিল না।
অগ্নিকা-ের ঘটনায় বগুড়ার এডিএম মো. সালাউদ্দীনকে প্রধান করে আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার শ্রাবনী রায়সহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানিয়েছেন, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার পর দু-এক দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। অন্যদিকে, অগ্নিকান্ডে নিহত পাঁচ শ্রমিকের পরিচয় শনাক্তের পর তাদের পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন-আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের আব্দুর রহমানের ছেলে বেলাল হোসেন (৫৫), সান্দিড়া গ্রামে নাছির উদ্দিনের ছেলে শাজাহান আলী (২৮), পালোওয়ান পাড়া গ্রামের মো. হাসানের ছেলে ইমন (১৫), সান্তাহার পৌর এলাকার ঘড়াঘাটের মৃত আফছার আলী সাহার ছেলে আব্দুল মালেক (৪৮), কোমলদোগাছি মহল্লার মো. লুৎফর রহমানের ছেলে শিহাব (১৪)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন