রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। এ ছাড়া এই একদিনে কোনো রোগী ভর্তি হননি হাসপাতালে। তবে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। ১০৪ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৭ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৭ জন। বর্তমানে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন এবং পাবনার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪ জনের।
এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৩৫ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৪ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ৩ জনের নমুনায়। এই তিন জনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন