রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জন মাদক ব্যবসায়ী এবং ১৩ জন অন্যান্য মামলার আসামি। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন