সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস শুরু আজ

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইউরো গ্রæপ-ইউসিএল জাতীয় এবং আন্তঃক্লাব টেনিসের খেলা শুরু হচ্ছে আজ। জাতীয় টেনিসের খেলাগুলো রমনাস্থ টেনিস কমপ্লেক্সে এবং আন্তঃক্লাবের খেলা অনুষ্ঠিত হবে উত্তরা ক্লাব টেনিস কোর্টে। প্রতিযোগিতায় ২৭২ জন খেলোয়াড় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা অনুর্ধ্ব- ১৪, ১২, ১০ ও ৮ বছরের ইভেন্টে অংশ নেবেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- উত্তরা ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নওগাঁ টেনিস ক্লাব, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নরসিংদী টেনিস ক্লাব, বিসিএস একাডেমী, পাবনার স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড, বৃটিশ হাই কমিশন ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্স, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, আমেরিকান ক্লাব, নরডিক ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, এলিট একাডেমী, মানিকগঞ্জ টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, বিকেএসপি, সাতক্ষীরা টেনিস ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ভিডিপি টেনিস ক্লাব ও মুন্সীগঞ্জের রাজা শ্রীনাথ টেনিস ক্লাব। টুর্নামেন্টে এক লাখ ৭১ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে। টুর্নামেন্ট দু’টির পৃষ্ঠপোষকতা করছে ইউরো গ্রæপ এবং আয়োজক হিসেবে রয়েছে উত্তরা ক্লাব লিমিটেড। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউরো গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এএসএম হায়দার, টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, উত্তরা ক্লাবের স্পোর্টস ইনচার্জ আরশাদ হোসেন পিপলু ও সদস্য আহসান হাবিব এবং টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন