শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

৪২৫ কোটি টাকার ঋণের সুদ মওকুফ পাঁচ লাখ সমবায়ী উপকৃত

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সমবায়বান্ধব সরকার ১৩৫ কোটি টাকার কৃষি ঋণের সুদসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ীদের ৪২৫ কোটি টাকা সুদ মওকুফ করেছে। এর মাধ্যমে প্রায় ৫ লাখ সমবায়ী উপকৃত হয়েছেন। গতকাল দিলকুশা সমবায় ফেডারেশন ভবনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিআরডিবির মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম ও ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল। প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি গতিশীল ও দেড়কোটি কৃষক সমবায়ীদের জীবন মানোন্নয়নে আবর্তক ঋণ খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, ৪৭৭টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) মিলনায়তনগুলো আধুনিকায়ন করে গ্রামীণ সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে। মসিউর রহমান রাঙ্গা বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ হতে ইতোমধ্যে ইউসিসিএ’র কর্মচারীদের বেতন ভাতার ৭০ শতাংশ প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরিদ্র, ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি শ্রেণির কৃষকদের ভাগ্যোন্নয়নে সমবায় খাতকে বিকশিত করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য শূন্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করছেন।
তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ১০ দফা দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন