বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএলে আসতে পারে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৭:০৯ পিএম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগামী ২০ জানুয়ারী থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থাকবে মোট ছয়টি দল। এক মাস সময় নিয়ে তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। তবে এবারের বিপিএলের ফরমেটে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মূলত ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের চাপের কথা চিন্তা করে ফরমেটে পরিবর্তন আনার চিন্তা-ভাবনা চলছে। 
 
বিপিএল শেষ করেই আফতানিন্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে৷ ফলে টি-টোয়েন্টি ফরমেটের বিপিএল নিয়ে বিসিবির তেমন বড় ভাবনা নেই। 
 
এ ব্যপারে পাপন বলেন, ‘বিপিএলের দুটি ইস্যু আছে। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সাথে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে সুপার লিগ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।’
 
সঙ্গে যোগ করেন পাপন, ‘কীভাবে করব বিপিএল? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’
 
দল আর ভেন্যু কমার বিষয়ে ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব।’
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন