বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

একদিন পেছাল যুবাদের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে এসিসি। এতে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বে প্রকাশিত সূচি অনুযায়ী ২৩ ডিসেম্বর নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশ নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে ২৪ ডিসেম্বর।

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। এবার বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
২৪ ডিসেম্বর নিজেদের উদ্বোধনী ম্যাচেক্ষুদে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন