শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেষ হলো বাংলাদেশের কোয়ারেন্টাইনে থাকার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৪:০৬ পিএম

নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন জটিলতার ফাঁদে পরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে প্রথমে সাতদিন তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ করোনায়  আক্রান্ত হওয়ার কারণে সেই মেয়াদ আরো বাড়ে। কোন প্রকার অনুশীলন, ব্যয়াম, বাইরে ঘুরাঘুরি না করে কাটাতে হয় ১১টি দিন৷ অবশেষে শেষ হলো কোয়ারেন্টাইনে থাকার অপেক্ষা। আজ টাইগার ক্রিকেটাররা লিংকন ইউনিভার্সিটি মাঠে ঘাম ঝড়ান। আর মুক্ত বাতাসে বিচরণ করতে পেরে খেলোয়াড়রাও দারুণ খুশি বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 
 
এ ব্যপারে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাইরে বের হয়ে দারুণ লাগছে। একটা রুমের মধ্যে টানা ১১ দিন বেশ চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য।’
 
তিনি আরও যোগ করেন, ‘নীল আকাশ, উজ্জ্বল সূর্যালোকে বাইরে অনুশীলনে নেমে ছেলেরা খুব খুশি। সবাই বোলিং-ব্যাটিং অনুশীলন করছে।’
 
এদিকে আগামী ১ জানুয়ারী মাউন্ট মঙ্গানুইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচটি খেলতে শুক্রবার সেখানে যাবে বাংলাদেশ দল। ম্যাচের আগ পর্যন্ত ওইদিন থেকে শুরু হবে কঠোর অনুশীলন। এ দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন