শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মেসি-সুয়ারেজ নয়, সেরা গ্রিজম্যান!

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শুধু লা লিগায় নয়, ইউরোপিয়ান যে কোনো লিগেই গেল মৌসুমে সর্বোচ্চসংখ্যক গোল করেন লুইস সুয়ারেজ। লিগ শিরোপা জিতার পথে লিওনেল মেসি ছিলেন অগ্রণী ভূমিকায়। ‘এমএসএন’র আরেক তারকা নেইমারও বা কম ছিলেন কিসে। রিয়াল মাদ্রিদ শিরোপা না জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন আপন মহীমায় উজ্জ্বল। তবে এঁদের কেউই নয়, ২০১৫/১৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজম্যানের হাতে। পাশাপাশি দর্শকপ্রিয় ফুটবলোরের খেতাবটিও উঠেছে এই ফরাসি তারকার হাতে। কোন শিরোপা না জিতলেও মৌসুমজুড়ে আলো ছড়ান গ্রিজম্যান। লিওনেল মেসি জিতেছেন সেরা ফরোয়ার্ডের খেতাব। লুইস সুয়ারেজ হয়েছেন সেরা অ-ইউরোপীয় ফুটবলার। তবে অনুষ্ঠান জুড়েই ছিল অ্যাটলেটিকোর জয়জয়কার। সেরা কোচ হন ডিয়েগো সিমিওনে। সাথে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ইয়ান ওবলাক ও সেরা ডিফেন্ডারের পুরস্কার উঠেছে ডিয়েগো গদিনের হাতে। রিয়াল মাদ্রিদকে অবশ্য একেবারে খালি হাতে ফিরতে হয়নি। একমাত্র সান্ত¦না পুরস্কার হিসেবে সেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন লুকা মড্রিচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন