মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উটের ভাড়া সাড়ে ৪ কোটি টাকা। জানা গেছে, মরুভূমির বাহন উট সউদি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। আরব জীবনে যাতায়াত, খাদ্য, বিনোদন সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উট। এবার জানা গেল ভিন্ন এক কথা। সউদি আরবে মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উট ভাড়া দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভাড়া হিসেবে তিনি পাচ্ছেন ২০ লাখ রিয়াল (চার কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা প্রায়)।
উটগুলোর মালিক আবদুল্লাহ বিন ওউদা। সউদি আরবের ইতিহাসে উট ভাড়ার সর্বোচ্চ রেকর্ড এটি। সিউদি ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহাদ বিন হিথলিন এক টুইটে বলেছেন, আজ উটের বিশ্বে শব্দের প্রতিটি অর্থে একটি ঐতিহাসিক দিন। আবদুল্লাহ বিন ওউদা ইঞ্জির সঙ্গে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন করেছেন। এই ভাড়া কয়েক প্রজাতির উটের ক্ষেত্রে ৪৮ ঘণ্টার জন্য হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন