সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আইজিপি কাপ যুব কাবাডি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

৩২টি দল নিয়ে বুধবার শুরু হচ্ছে আইজিপি কাপ যুব (বালক ও বালিকা) কাবাডির চূড়ান্ত প্রতিযোগিতা। পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের দুই বিভাগেই ১৬টি করে দল রয়েছে। প্রাথমিক পর্বে পুরুষ বিভাগে ৫৮টি ও মেয়েদের বিভাগে ৫১টি জেলায় খেলা হয়েছে। দুটি বিভাগেরই খেলা হয়েছে উপজেলা পর্যায় থেকে। সেখানে বালক বিভাগে অংশ নিয়েছিল ৪১৭টি উপজেলার ৪১৭১টি ইউনিয়ন, বালিকা বিভাগে ৩৯৮টি উপজেলার ৩৮৯৭টি ইউনিয়ন। সব মিলিয়ে বালক বিভাগে ৫০,০৫২ জন খেলোয়াড় ও ১২,৫১৩ জন কোচ-কর্মকর্তা এবং বালিকা বিভাগে ৪৬,৭৬৪ জন খেলোয়াড় ও ১১,৬৯১১ জন কোচ-কর্মকর্তা অংশ নিয়েছেন। জেলা পর্যায়ে পুরুষ বিভাগে ৫৮টি জেলাকে ও নারী বিভাগের ৫১টি জেলাকে আটটি করে অঞ্চলে ভাগ করা হয়েছিল। দুই বিভাগেই প্রতি অঞ্চলের চ্যাম্পিয়ন (৮টি করে) ও রানার্সআপ (৮টি করে) ১৬টি করে ৩২টি দল নিয়ে হবে চুড়ান্ত পর্ব। গতকাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। এ সময় ফেডারেশনের সহসভাপতি ও রানার গ্রæপের চেয়ারম্যান হাফিজুর রহমান ও যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন