শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ও নতুন নেতৃত্বকে আওয়ামী ওলামা লীগের অভিনন্দন

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল ও সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আওয়ামী লীগের নবনির্বাচিত এ কমিটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বিবৃতিতে তারা আরো আশা প্রকাশ করেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নবগঠিত কমিটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়াসহ দেশকে বিশ্বের সামনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার সেক্রেটারি মাও. কাজী আবুল হাসান শেখ শরিয়তপুরী, মাও. শওকত আলী শেখ সেলিমপুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন