শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে ১০১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৬:০২ পিএম

সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সদরের ৯টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রের একটানা ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন নিয়ে প্রশাসনের করনীয়শীর্ষক ব্রিফিং করেছে জেলা পুলিশ। জেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র ঝুঁকিপূণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুুপুরে জিলা স্কুল মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সদরে ১লাখ ১১হাজার ২৬৬জন নারী, ১লাখ ২২হাজার ৫৩০জনসহ ২লাখ ৩৩হাজার ৭৯৬জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০হাজার ১৩জন নারী ও ৭৫হাজার ৬১১জন পুরুষসহ মোট ভোটার রয়েছে ১ লাখ ৪৫হাজার ৬২৪জন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ কর্মকর্তা, ৩জন কনেস্টবল, ৭জন নারী সদস্যসহ ১৭জন আনসারসহ মোট ২২জন দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্যাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন