শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বসতঘরে ট্রাক, দম্পতি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জে সারবোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে থাকা ঘরের এক কৃষক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের নাতি ও নাতনি। এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার নাতি ও নাতনিও আহত হয়। এ ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।

সোমবার ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

আহত নাতি মিনাজ (১৬) ও নাতনি মমতাজকে (০৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাব্বত কবীর জানান, সারবোঝাই একটি ট্রাক জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা-রৌমারী সড়কে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক জয়নালের বসতঘরে ঢুকে যায়।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-রৌমারী সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন