মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে আজ তৃতীয়দিনই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ম্যাচটি হারবে এটি বোঝা গিয়েছিল গতকাল দ্বিতীয় দিনই। দেখার বিষয় ছিল ইংল্যান্ড ম্যাচটিকে কতদূর টেনে নিয়ে যেতে পারে। কিন্তু তারা আজ এক ঘন্টাও টিকতে পারেনি।
ম্যাচটিতে প্রথম ইনিংস ১৮৫ রান করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানই করতে সমর্থ হয় তারা৷ অজিরা তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬৭। ফলে ইংল্যান্ড ম্যাচটি হারে ১৪ রানে। মেলবোর্নে হয়েছে বোলারদের দাপট। ফলে ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। আর মেলবোর্নে বোলারদের দাপটের কারণে সব মিলিয়ে ম্যাচটিতে ১ হাজার ৮৪টি বল হয়েছে। আর এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে গত ৭০ বছরে শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি সবচেয়ে ছোট ম্যাচ ছিল।
আজকের সকালের খেলার অবস্থা এমন হয়েছে যে অনেকে স্টেডিয়ামে ঢুকতে ঢুকতেই খেলা শেষ হয়ে গেছে। সূত্রঃ ক্রিকইনফো।
মন্তব্য করুন