শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : চাকরি স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করছেন ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। বুধবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অবস্থায় নেয় এবং কর্মবিরতি পালন করে।
সমাবেশে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর কবীর, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, ওবাইদুর রহমান, কামরুল ইসলাম ও মাহবুব হোসেন। সে সময় তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জার পদে আমরা চুক্তিভিত্তিক কর্মরত আছি। বিদ্যুতের অর্থবিভাগের গুরুত্বপূর্ণ কাজ গ্রাহকসেবা আমরা নিশ্চিত করি। রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের বিল বিতরণ করি। ফলে, পল্লী বিদ্যুৎ থেকে প্রচুর অর্থ উপার্জন ও রাজস্ব অর্জন করে সরকার। কিন্তু পরিতাপের বিষয়, এতো কষ্টের পরেও আমরা কেবলই পল্লী বিদ্যুৎ সিস্টেমের চুক্তিভিত্তিক কর্মচারী। সে সময় তারা চুক্তিভিত্তিক চাকরি বাতিল, ৫৫ বছর শেষ হওয়ার পূর্বে কোন লোক নিয়োগ করা যাবে না, কর্মী ছাঁটাই বন্ধসহ ৬ দফা দাবি আদায়ের জন্য কৃর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে এ দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করেন। অনুষ্ঠানে ৬টি উপজেলার ২ শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন