সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

করোনায় পরিত্যক্ত ম্যাচ, সেমিতে যুবাদের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

যুব এশিয়া কাপে করোনাভাইরাসের ছোবলে খেলা শুরুর পর পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রæপ পর্বের শেষ ম্যাচ। সেমি-ফাইনালে বাংলাদেশের যুবারা খেলবে ভারতের বিপক্ষে। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রæপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান তোলার পর ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুইটারে জানায়, এই ম্যাচের দুই জন ম্যাচ অফিসিয়াল করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। বর্তমানে তারা ভালো আছেন এবং টুর্নামেন্টের প্রোটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে। ম্যাচের সঙ্গে সম্পৃক্ত সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে এবং ফলাফল না আসা পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন বলে জানায় এসিসি।
আট দলের টুর্নামেন্টে তিন ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রæপের চ্যাম্পিয়ন হয়েছে আগেই সেমি-ফাইনালে ওঠা বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে গ্রæপ রানার্সআপ শ্রীলঙ্কা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগামীকাল প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রæপের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে খেলবে লঙ্কান যুবারা। একই দিন শারজাহতে ‘এ’ গ্রæপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল হবে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন